Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বিমানবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

আমার সংবাদ ডেস্ক

জুন ১৯, ২০২১, ১১:৩০ এএম


বিমানবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

ভারতীয় বায়ুসেনা (বিমানবাহিনী) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের গ্রাউন্ড ডিউটি, শর্ট সার্ভিস কমিশন, ফ্লাইং ব্রাঞ্চ এবং স্থায়ী কমিশনসহ একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। নেওয়া হবে ৩৩৪ জন।

আবেদন যোগ্যতা

ADVERTISEMENT

১। AFCAT এবং মেট্রোলজি এন্ট্রি-র জন্য বয়সসীমা২৬ বছর।

২। NCC বিশেষ এন্ট্রি এবং AFCAT ফ্লাইং ব্রাঞ্চ এন্ট্রির জন্য বয়সসীমা২৪ বছর।

আবেদন যেভাবে

আবেদন ফি ২৫০ টাকা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১ জুন থেকে এবং শেষ হবে ৩০ জুন। careerindianairforce.cdac.in বা afcat.cdac.in-এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন।

বেতন

ফ্লাইট ক্যাডেটদের কমিশনিংয়ের পর মাসে ৫৬ হাজার ১০০ টাকা।

উল্লেখ্য, পরীক্ষা, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অ্যাডমিট কার্ড সম্পর্কিত কোনও প্রশ্নের জবাব পেতে ফোন করুন ০২০-২৫৫০৩১০৫ বা ০২০-২৫৫০৩১০৬ নম্বরে। এদিকে যোগ্যতা, নিয়োগ, মেধা তালিকা বা পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত কোনও প্রশ্নের ক্ষেত্রে যোগাযোগ করুন টোল ফ্রি নম্বর - ১৮০০-১১-২৪৪৮ নম্বরে।

আমারসংবাদ/এমএস