Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ক্যারিয়ার গড়ুন সৃজনশীল ও উপভোগ্য পেশায়

জানুয়ারি ৪, ২০২২, ০২:৩০ পিএম


ক্যারিয়ার গড়ুন সৃজনশীল ও উপভোগ্য পেশায়

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মানে জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ পার হওয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ক্যারিয়ারের দিকে ধাপে এগিয়ে যাবার সুযোগ তৈরি হয় এই এইসএসসির পর। নিজের জীবনের উন্নয়নে কিংবা কর্মজীবন, সামাজিক জীবনে প্রতিষ্ঠা পেতে শিক্ষার্থী থাকা অবস্থায় বিভিন্ন সৃজনশীল পেশা বা কাজের সাথে যুক্ত থাকতে হয়। না জানা বিষয়কে জানতে, অল্প জানা বিষয়ে নিজের দখলদারিত্ব আরও পোক্ত করতে এই সময়টুকু বেছে নিতে হয় বিভিন্ন জ্ঞাণ অর্জনে। তেমনই ১০টি সৃজনশীল পেশা বা কোর্স সর্ম্পকে তুলে ধরা হলো।

[media type="image" fid="155698" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

১। শুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গি

শুদ্ধ উচ্চারণে কথা বলতে জানা মানুষ সবার নজর কাড়ে। সেই সাথে আকর্ষণীয় বাচনভঙ্গি আপনাকে এনে দিতে পারে আলাদা গুরুত্ব। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোর্স বা শুদ্ধ উচ্চারণ জানা কাছের কারো সংস্পর্শে থেকে এ বিষয়ে দখলদারিত্ব অর্জন করা যায়।

[media type="image" fid="155700" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

২। সংবাদ উপস্থাপনা

সারাদেশের মানুষ এক নামে আপনাকে চিনবে, সেইসাথে হবে ভালো রোজগার-এমনটা চাইলে করে ফেলতে পারেন সংবাদ উপস্থাপনার কোর্স কিংবা প্রশিক্ষণ কর্মশালা। সংবাদ উপস্থাপনা পেশা হিসেবেও চমৎকার। যেকোন পেশায় থেকেও পার্টটাইম পেশা হিসেবে সংবাদ উপস্থাপক হওয়া যায়। অনেক শিক্ষার্থী, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, সরকারি চাকুরিজীবি পার্টটাইম পেশা হিসেবে সংবাদ উপস্থাপনা করে থাকেন।

[media type="image" fid="155701" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

৩। টিভি বা পত্রিকার রিপোর্টার

আমাদের দেশে টিভি চ্যানেলে কাজের ক্ষেত্র দিনদিন বাড়ছে। ব্যক্তিগত আগ্রহ, যোগ্যতা আর সৃজনশীলতা থাকলে যেকেউ চাইলেই সহজে টিভিতে রিপোর্টিং করতে পারবেন। সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা না করেও এই পেশায় ক্যারিয়ার গড়তে পারবেন। বিভিন্ন টেলিভিশন প্রায় সময়ই রিপোর্টার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তখন আবেদন করতে পারবেন। তাছাড়া বিভিন্ন প্রথম সারির পত্রিকাতেও নিজের পছন্দের বিট অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে।

[media type="image" fid="155702" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

৪। রেডিও জকি

বর্তমান তারুণ্যের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছেন রেডিও জকিরা। পছন্দের কোনো রেডিও জকির অনুষ্ঠান একদিন না শুনলেও মনটা খুঁতখুঁত করে অনেকেরই। সৃজনশীল পেশা রেডিও জকিতে ক্যারিয়ার গড়তে পারেন। এ বিষয়ে ছোট্ট একটা কোর্স বা কর্মশালা বেশ কাজে আসবে।

[media type="image" fid="155703" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

৫। ভিডিও এডিটিং

যত দিন যাচ্ছে ভিডিও কনটেন্টের প্রসার তত বাড়ছে। সেইসাথে বাড়ছে ভিডিও এডিটর পেশার চাহিদা। ভিডিও এডিটিংয়ের কোর্স করে তা শিখে নিয়ে খুব সহজেই রোজগার করা সম্ভব। পড়াশোনার পাশাপাশি আয়ের এটি ভালো একটি মাধ্যম।

[media type="image" fid="155705" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

৬। কনটেন্ট রাইটিং

অনলাইন বিজনেস যেভাবে বাড়ছে তাতে ভালো কনন্টেন লিখতে জানলে কনটেন্ট রাইটার হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব। আবার পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ হিসেবেও কনটেন্ট রাইটিং করা সম্ভব। তাই এ বিষয়ে একটি ভালো কোর্স হতে পারে সুদূরপ্রসারী সুফলের কারণ।

[media type="image" fid="155706" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

৭। ডিজিটাল মার্কেটিং

যুগের সাথে তাল মিলিয়ে মানুষ নির্ভরশীল হয়ে উঠছে অনলাইনের প্রতি। সেই সাথে বাড়ছে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা। তাই এ বিষয়ে কোর্স হতে পারে ভবিষৎ পেশার জন্য উপকারি।

[media type="image" fid="155707" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

৮। কম্পিউটার কোর্স

কম্পিউটার বর্তমান জীবনে কী পরিমাণ অপরিহার্য জিনিসে রুপান্তরিত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই ভালো যেকোন একটি কোর্স করে নিতে পারলে ভবিষতে কাজে আসবে।

[media type="image" fid="155708" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

৯। উদ্যোক্তা প্রশিক্ষণ

উদ্যোক্তা হিসেবে কাজ করার ইচ্ছে থাকলে করতে পারেন উদ্যোক্তা প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণে ব্যবসার শুরু থেকে ব্যবসা চালানো, মূলধনসহ নানা বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হয়ে থাকে। বিশেষ করে অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে এটা বেশ কাজে দিবে।

[media type="image" fid="155709" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

১০। কুকিং কোর্স/ হোটেল ম্যানেজমেন্ট

এখনকার পাঁচতারকা হোটেল মানেই যেন একটা ছোটখাটো শহর। এসব হোটেল চালাতে গেলে প্রয়োজন পেশাদার কর্মী। কারণ একটি আধুনিক পাঁচতারকা হোটেলে বেশকিছু বিভাগ থাকে যেমন, পাবলিক রিলেশন, মার্কেটিং, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইত্যাদি। এইসব জায়গায় হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা লোকের কদর বেশি। সেই সাথে শিখতে পারেন বিভিন্ন রান্নার কোর্স। বর্তমানের বিভিন্ন পাঁচতারকা হোটেলে শেফদের কদর রয়েছে।