Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আগামীকাল ৪৩তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ 

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২২, ০২:২৫ পিএম


আগামীকাল ৪৩তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ 

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশিত হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী,যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হবে ২৫ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, এএসপি পদে ১০০ জন। শিক্ষায় ৮৪৩ জন, কাস্টমসে ১৪, অডিটে ৩৫, সমবায়ে ২০, ট্যাক্সে ১৯, ডেন্টাল সার্জন পদে ৭৫ ও অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

আমারসংবাদ/এমএস