Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

একাধিক পদে চাকরি দিচ্ছে বিসিক

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৪, ২০২২, ০৪:৫৮ পিএম


একাধিক পদে চাকরি দিচ্ছে বিসিক

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) রাজস্ব খাতের একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

প্রতিষ্ঠানটি ষষ্ঠ গ্রেড থেকে ২০তম গ্রেডে ৬৬ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩৫ বছর
চাকরির ধরন: অস্থায়ী
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)

২. পদের নাম: সম্প্রসারণ কর্মকর্তা
পদসংখ্যা: ১৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: প্রমোশন কর্মকর্তা
পদসংখ্যা: ৯
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: বাজেট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান/ব্যাংকিং/ফাইন্যান্স/ব্যবসা প্রশাসন/অর্থনীতি/পরিসংখ্যান বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: নিরীক্ষা কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান/ব্যাংকিং/ফাইন্যান্স/ব্যবসা প্রশাসন/অর্থনীতি/পরিসংখ্যান বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: ঊর্ধ্বতন নকশাবিদ
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: ফাইন আর্টসে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৮. পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৯. পদের নাম: কারিগরি কর্মকর্তা
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

১০. পদের নাম: নকশাবিদ
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

১১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

১২. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের বিবেচনা করা যেতে পারে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: পাবনা ও কুমিল্লা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

১৩. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১৪. পদের নাম: করণিক তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৯
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। প্রতি মিনিটে ইংরেজি মুদ্রাক্ষরে ৩০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রয়োজনীয় গতি থাকলে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠী, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

১৫. পদের নাম: প্রধান বাবুর্চি
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। উন্নতমানের রান্না করার কাজে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৬. পদের নাম: ফিল্ড স্টাফ
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: নরসিংদী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

১৭. পদের নাম: টেকনিক্যাল হেলপার
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞ/প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: গাজীপুর, মুন্সিগঞ্জ ও গাইবান্ধা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা:
২০২২ সালের ১ আগস্ট ১ থেকে ১১ নম্বর পদের জন্য উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে। ১২ থেকে ১৭ নম্বর পদের জন্য বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
বিসিক ষষ্ঠ–২০তম গ্রেডে নেবে ৬৬ কর্মী, আবেদন ফি ৩০০–১০০০
আবেদন যেভাবে করতে হবে:

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি:
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ২ থেকে ৯ নম্বর পদের জন্য ৭০০ টাকা, ১০ থেকে ১৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও ১৫ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা আগামী ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
 

Link copied!