Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বাংলাদেশ উন্নত হোক এটা তারা চায় না: আইনমন্ত্রী

কসবা ও আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৭:১০ পিএম


বাংলাদেশ উন্নত হোক এটা তারা চায় না: আইনমন্ত্রী

বাংলাদেশ উন্নত হোক, উনারা কখনোই এটা চায় না। তারা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। বিএনপির শাসনামলে দেশ অন্ধকারে ডুবে ছিলো।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় দেশের বৃহৎ আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ যেনো আশ্রয়হীন না থাকে। জাতির পিতার জন্মশর্ত বার্ষিকীতে বঙ্গবন্ধুর সে স্বপ্ন বলব, তাকে দেশে ফিরিয়ে আনুন।’ রাজনীতি নিজ দেশেই করতে হয় জানিয়ে কাদের বলেন, ‘রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে। দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, জনগণ সাড়া দেবে না।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর তারেককে করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৩ বছর ধরেই যুক্তরাজ্যে। সে দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। পেয়েছেন কি-না, সেই তথ্য আর আসেনি। লন্ডনে বসেই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক। বিএনপিকে অকৃতজ্ঞ বলতেও ছাড়েননি কাদের।

তিনি বলেন, ‘সরকার বেগম জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রাখেনি, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই। থাকলে তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকতো।’ দেশ যখনই এগিয়ে যায়, বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায় বলে অভিযোগ ওবায়দুল কাদেরের।

তিনি বলেন, ‘তারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।’ আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা বলেন, ‘করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য। এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’

সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি। আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। মানুষের মনে আশা জাগিয়েছে। লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনার সরকার।’