Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

দণ্ড থেকে হাজী সেলিম খালাস, রায় বাতিল চেয়ে লিভ টু আপিল

মো. মাসুম বিল্লাহ

মে ১০, ২০২২, ১২:০৬ পিএম


দণ্ড থেকে হাজী সেলিম খালাস, রায় বাতিল চেয়ে লিভ টু আপিল

অবৈধ সম্পদ অর্জন ও ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে সরকার দলীয় এমপি হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে করা দুদকের দুটি মামলা খালাসের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা ছিল তার একটির বিষয়ে লিভ টু আপিল করা হলো। 

মঙ্গলবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, হাজি সেলিমের বিরুদ্ধে দুদকের একটি মামলায় বিচারিক আদালত তিন বছরের সাজা দিয়েছিল। সেই সাজা বাতিল করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এ লিভ টু আপিল। 

এর আগে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এ রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, আত্মসমর্পণ করতে বলার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো তা করেননি হাজী সেলিম। তার উচিৎ ছিল এটা দ্রুত করা। তবে তাকে তিন বছরের যে সাজা সেটা থেকে খালাস দেওয়া হয়েছে, সেটার সঠিক হয়নি বলেই এ আপিল করা হয়েছে।

এই আপিলের বিষয়ে শুনানির জন্য চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান দুদকের এই আইনজীবী।

তবে কবে নাগাদ এ আপিলের শুনানি করা হবে সেটি বলতে পারেননি দুদক আইনজীবী।

ইএফ

Link copied!