Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

মে ২২, ২০২২, ০১:১৩ পিএম


জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড

খুলনায় বিস্ফোরক দ্রব্য মজুদ করে নাশকতার পরিকল্পনার করা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

রেববার (২২ মে) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত সোয়া তিনটার দিকে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ নগরীর গল্লামারি এলাকায় ‘হাসনা হেনা’ নামের একটি বাড়িতে অভিযান চালায়। 

এসময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্য নূর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম রাফিকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোনাডাঙ্গা থানায় বিস্ফোরক আইনে এসআই রহিত কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। 

আমারসংবাদ/এআই 

Link copied!