Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

খালেদা জিয়ার দুই মামলার শুনানি ফের পিছিয়েছে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৭, ২০২২, ০৭:৪০ পিএম


খালেদা জিয়ার দুই মামলার শুনানি ফের পিছিয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলায় অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর দুই মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সময় চেয়ে খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর বুধবার (১৭ আগস্ট) নতুন তারিখ ঠিক করেন।

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগের মামলায় বুধবার (১৭ আগস্ট) খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। 

কিন্তু অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে সময় প্রার্থনা করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এরপর সময় মঞ্জুর করে ১৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন আদালত।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।

এছাড়া চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয়। 

২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি প্রয়াত এবি সিদ্দিকী এ মামলাটি করেন।


আমারসংবাদ/টিএইচ

Link copied!