Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

৫ শিবির কর্মীকে ৫ দিনের রিমান্ড

জানুয়ারি ২২, ২০১৫, ০১:৫১ পিএম


৫ শিবির কর্মীকে ৫ দিনের রিমান্ড

 
মহাখালীর টিবি গ্রেটের একটি  মেস থেকে গ্রেফতারকৃত ৫ শিবির কর্মীকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বনানী থানা পুলিশ তাদেরকে ঢাকার মহানগর হাকিম মো. আসাদুজ্জমান নূর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে আনজীবী মো. আজমাত হোসাইন রিমা- বাতিল করে জামিন চান। আদালাত উভয় পক্ষের বক্তব্য শুনে উপরোক্ত মর্মে আদেশ দেন।

যাদেরকে রিমা- দেয়া হয়েছে তারা হলেন- মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, আরিফুজ্জমান আরিফ, আতিয়ার রহমান, খালিদ সাইফুল্লাহ। আসামি পক্ষে শুনানী কালে আদালতে বলেন, কথিত ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদির সাথে জড়িত নয়।

 পুলিশ তাদেরকে মহাখালীর টিবি গেট এর একটি মেস থেকে গভীর রাতে নীরিহ ছাত্রদেরকে অন্যভাবে ধরে নিয়ে আসে। কথিত বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদির ঘটনা সাজিয়ে তাদেরকে বনানীর এ মামলায় গ্রেফতার করেন।