Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আবদুস সোবহানের যুদ্ধাপরাধ মামলার রায় আজ

ফেব্রুয়ারি ১৭, ২০১৫, ০৬:০৮ এএম


আবদুস সোবহানের যুদ্ধাপরাধ মামলার রায় আজ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নায়েবে আমীর আবদুস সুবহানের বিরুদ্ধে মামলার রায় আজ ঘোষণা করা হবে।
 
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
 
তার  বিরুদ্ধে  একাত্তরে মানবতাবিরোধী অপরাধ হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ নয় ধরনের  অভিযোগ রয়েছে।
 
উল্লেখ্য, দুপক্ষের শুনানি শেষে গত বছরে  ৪ ডিসেম্বর সোবহানের মামলাটি রায়ের জন্য অপক্ষমাণ রেখে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বছরের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের আদেশে সোবহানকে গ্রেফতার করা হয়।

অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ জানিয়েছিলেন, আব্দুস সোবহানের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে মূলত পাবনা জেলায় সংঘটিত ঘটনা নিয়ে।পাবনা সদর, ঈশ্বরদী এবং সুজানগর, এই তিনটি থানায় মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ যে সব অপরাধ সংঘঠিত হয়েছে, সে বিষয়গুলোই অভিযোগ হিসেবে এসেছে তার বিরুদ্ধে।

১৯৭১ সালে আবদুল সুবহান পাবনা জেলা জামায়াতের আমীর ছিলেন। এছাড়া তিনি প্রথমে শান্তি কমিটির সম্পাদক এবং পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন।
এক বছর তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ আদালতে পেশ করা হয়েছে।