Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর

ফেব্রুয়ারি ১৮, ২০১৫, ০৯:১৮ এএম


কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর

 


একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন আপিল বিভাগের বিচারকরা।
 
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতি এ সাক্ষর করেন।
 
৫৭৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায়টি শিগগিরই প্রকাশ করা হবে।
 
রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামীপক্ষের রিভিউ আবেদনের সুয়োগ রয়েছে।
 
এর আগে কামারুজ্জামানের আইনজীবীরা জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর রিভিউ আবেদন করা হবে।
 
রিভিউ নিষ্পতিতেও রায় বিপক্ষে গেলে সর্বশেষ ধাপ হিসেবে আসামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
 
কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়ের মূল অংশ লিখেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এতে সমর্থন জানালেও আপিল বিভাগের আরেক বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়া মৃত্যুদণ্ডের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি কামারুজ্জামানকে যাবজ্জীবন সাজার পক্ষে রায় দিয়েছেন।
 
উল্লেখ্য, গত বছর ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।