Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি

ফেব্রুয়ারি ১৯, ২০১৫, ০৭:০৭ এএম


কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি

 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।

বৃহস্পতিবার আপিল বিভাগ থেকে পাঠানো রায়ের পূর্ণাঙ্গ কপিতে সই করেছেন ট্রাইব্যুনাল ২'এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।
 
কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা শিগগিরই কেন্দ্রীয় কারাগার, জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে।
 
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভ্ম্বের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।

মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর ৯ মে  কামারুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।