Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

জাফরুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

জুন ২১, ২০১৫, ০৮:১৮ এএম


জাফরুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

      গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত।

জরিমানার ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশের নথি দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন জাফরুল্লাহ।

রোববার সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে এই আবেদন জমা দেন।

এর আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান বলেন, উনি চেম্বার বিচারপতির স্থগিতাদেশের কপি, আইনজীবী সনদ, অবহিতকরণপত্রসহ একটি আবেদন আমাদের দিয়ে গেছেন। আমরা সেগুলো ট্রাইব্যুনালে পাঠিয়েছি।

জাফরুল্লাহর আইনজীবী আখতার ইমাম বলেন, ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আমরা তা প্রত্যাহারের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

বিচার মেনে জরিমানা না দেয়ায় গত ১৮ জুন ট্রাইব্যুনাল-২ জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারে ওই পরোয়ানা জারি করে।

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেয়ায় জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার শাস্তির পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়, এক সপ্তাহের মধ্যে জরিমানা না দিলে তাকে একমাস জেল খাটতে হবে।