Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

খালেদা জিয়ার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৭ জানুয়ারি

ডিসেম্বর ২৪, ২০১৪, ০৯:২২ এএম


খালেদা জিয়ার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৭ জানুয়ারি

   দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে বাদী ও প্রথম সাক্ষীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী বছরের ৭ জানুয়ারি পুনর্নির্ধারণ করেছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ হাজির হওয়ার পর খালেদা জিয়া সময় আবেদন করেন। ওই আবেদন মঞ্জুর করে  বিচারক আবু আহমেদ জমাদ্দার আগামী ৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে হাজিরা দিতে আদালতে  পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিশেষ এজলাসে মামলা দুটির বিচারকাজ চলছে। গত সপ্তাহে বিচারক বাসুদেব রায়কে বদলি করে তাঁর স্থলে আবু আহমেদ জমাদ্দারকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর খালেদা জিয়ার আইনজীবী মামলার বৈধতা ও বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। উচ্চ আদালত তা খারিজ করে দেন।