Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

পুলিশ কর্মকর্তা হত্যা: ৬ জনের ফাঁসি

ডিসেম্বর ৩০, ২০১৪, ০৮:৪৩ এএম


পুলিশ কর্মকর্তা হত্যা: ৬ জনের ফাঁসি

  পুলিশ টেলিকমের অফিস সহকারী গোলাম শামসুল হায়দার হত্যা মামলায় ৬ জনকে ফাঁসি ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দীনের আদালত এ রায়

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল লতিফ (৫৮), মো. হাফিজুল হোসেন, আনোয়ার হোসেন সরদার (৪৫), মো. ওয়াসিম, মো. কাজল মিয়া (৪৭) ও তাপন ওরফে তপন চক্রবর্তী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শাসমুল আলম ও রাজন মিয়া। এ মামলার অপর আসামি রানা মিয়া আগেই মারা গেছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে মতিঝিল থানাধীন এজিবি কলোনির বি-৩১ জি-১১ রাস্তায় শামসুল হায়দার খুন হন। ঘটনার পরদিন নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় নয়জনকে আসামি করা হয়। এর মধ্যে জেলে রয়েছেন চারজন আসামি। পলাতক রয়েছেন তিনজন আসামি। মৃত্যুবরণ করেছেন এক আসামি। অন্যজন জামিনে ছিলেন।

এ মামলায় সাক্ষীর ছিলেন ৩৬ জন। আদালতে অভিযোগ গঠন করা হয় ২০০৯ সালের ২৬ জানুয়ারি।