Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ফখরুলদের পরবর্তী চার্জ শুনানি ২৯ জানুয়ারি

ডিসেম্বর ৩১, ২০১৪, ০৭:৩১ এএম


ফখরুলদের পরবর্তী চার্জ শুনানি ২৯ জানুয়ারি

  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে পরবর্তী চার্জ শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মহানগর হাকিম আতাউল হক আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

মামলাটি হাইকোর্টের শুনানির অপেক্ষায় থাকায় এবং কারাগার থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে চার্জ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

আজ আদালতে বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬ জন উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াত নেতা মকবুল হোসেনসহ এ মামলার চারজন আসামি পলাতক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।