Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

পাপুলের আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ, ইভিএমে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২১, ০১:১৫ পিএম


পাপুলের আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ, ইভিএমে ভোটগ্রহণ

অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেয়ার অভিযোগে দণ্ডিত কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

আগামী ১১ এপ্রিল ওই আসনে ভোটগ্রহণ হবে বলে বুধবার (৩ মার্চ) তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে ভোটগ্রহণ হবে ইভিএমে।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার কমিশন সভা শেষে সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পাপুল। 

পরে তার স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য করিয়ে আনেন।

অর্থ ও মানবপাচার এবং ঘুষ দেয়ার অভিযোগে গত বছর জুনে কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। 

ওই মামলার বিচার শেষে গত ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। 

সেদিন থেকেই পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট জারি করে সংসদ সচিবালয়।

২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করায় পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেজন্যই এপ্রিলের মধ্যে উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে।

আমারসংবাদ/এআই