Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ঢাকায় জমি নিয়ে বিরোধে খুনে ৮ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৪, ২০২১, ০৮:৩০ এএম


 ঢাকায় জমি নিয়ে বিরোধে খুনে ৮ আসামির যাবজ্জীবন

রাজধানীর তুরাগে আলেক মিয়া হত্যা মামলায় আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হচ্ছেন- আবদুর রাজ্জাক, আবদুস সাত্তার, আবদুল জব্বার, আউয়াল মিয়া, আলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সমর আলী এবং তমিজ উদ্দিন ওরফে তমু।

তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদেরকে আরও ছয় মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

অন্যদিকে মামলার আরেকটি ধারায় সোহেল ওরফে সোহেল রানা, সোহরাব মিয়া, বাবুল মিয়া ও ফিরোজ মিয়াকে দেড় বছর কারাদণ্ড দেন আদালত।

আবদুল বারেক, মোস্তফা ও ওমর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক তাদের খালাস দেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুন জমিজমা নিয়ে বিরোধের জেরে তুরাগ থানলভোগ এলাকায় আলেক মিয়ার বাড়িতে গিয়ে আসামিরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। 

এরপর আলেক মিয়াকে ভাসানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরদিন (২৬ জুন) নিহতের ছোট ভাই হাজী মো. রমজান আলী তুরাগ থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

আমারসংবাদ/এআই