Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

হেলেনাকে আদালতে হাজির করা হবে আজ 

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২১, ০৬:৩৫ এএম


হেলেনাকে আদালতে হাজির করা হবে আজ 

আওয়ামী লীগে পদ খোয়ানো ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী। আজ তাকে আদালতে হাজির করা হবে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব।

পরে মধ্যরাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।

কী কারণে- জানতে চাইলে তিনি বলেন, তার বাসায় মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে।

রাত সোয়া ১২টার দিকে পাঁচ তলা ওই বাড়িতে নিজের ফ্ল্যাট থেকে হেলেনা জাহাঙ্গীর যখন র‌্যাব সদস্যদের সঙ্গে বেরিয়ে আসেন, তার মুখে ছিল মাস্ক। পরনে ছিল বেগুনি রঙের জামা ও হলুদ ওড়না।

অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, ওয়াকিটকি সেট, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয়। 

র‌্যাবের এক কর্মকর্তা জানান, আজ হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হবে। থানায় হস্তান্তর করে রিমান্ড চেয়ে বিকাল নাগাদ আদালতে পাঠানো হবে।

আমারসংবাদ/এমএস