Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সুস্থ রাখবে মোবাইল ফোন

জানুয়ারি ১৯, ২০১৫, ১১:৩৯ এএম


সুস্থ রাখবে মোবাইল ফোন

 
কোনও কল্পকাহিনি নয় মোবাইল ফোনের মাধ্যমেই আপনি এখন সুস্থ হয়ে উঠতে পারবেন৷ শুধুমাত্র তাই নয়৷ ওই মোবাইল ফোনের মাধ্যমে যেমন মিলবে হাসপাতালের দিক নির্দেশ৷ তেমনই, ওই মোবাইল ফোনই এ বার আপনাকে মনে করিয়ে দেবে ওষুধ খাওয়ার কথাও৷ একই সঙ্গে, আপৎকালীন চিকিৎসার প্রয়োজনে ওই মোবাইল ফোনের মাধ্যমে জরুরি বার্তাও পৌঁছে যাবে আপনার বন্ধু অথবা পরিচিত-পরিজনদের কাছে৷

চিকিৎসা সংক্রান্ত এমন নানা ধরনের পরিষেবা মিলছে এখন ওই মোবাইল ফোনের মাধ্যমেই৷  বেসরকারি একটি সংস্থার উদ্যোগে দেশজুড়ে চালু হয়েছে এই পরিষেবা৷ওই সংস্থার তরফে জানানো হয়েছে, এই ধরনের পরিষেবা পাওয়ার জন্য আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে একটি অ্যাপ৷ ওই অ্যাপটি ডাউনলোড করা যাবে ফ্রি-তেই৷আর, তার পরই আপনার স্বাস্থ্য হয়ে যাবে আপনারই মুঠোবন্দি৷একই সঙ্গে ওই সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের যে কোনও প্রান্ত থেকেই এখন মিলছে ওই অ্যাপ-এর পরিষেবা৷ তবে, আগামী দিনে বিদেশেও চালু হতে চলেছে মোবাইল ফোনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার ওই পরিষেবা৷

আপনি যদি কখনও কোনও দুর্ঘটনার কবলে পড়েন, তা হলে দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ কারণ, সঙ্গে সঙ্গে আপনার বন্ধু অথবা পরিচিত-পরিজনদের মোবাইল ফোনে পৌঁছে যাবে জরুরি বার্তা৷ তবে, ওই জরুরি বার্তা পাঠানোর জন্য আপনাকে অবশ্যই মোবাইল ফোনের নির্ধারিত বাটন প্রেস করতে হবে৷ শুধু তাই নয়৷ আপনি যদি কখনও দুর্ঘটনার কবলে পড়েন অথবা চিকিৎসার জন্য কোনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন দেখা দেয়, তা হলেও পথ বাতলে দেবে ওই অ্যাপ-ই৷ কারণ, ওই অ্যাপের মাধ্যমেই আপনি কাছাকাছি (পাঁচ কিলোমিটারের মধ্যে) হাসপাতালের বিষয়ে জেনে যাবেন তথ্য৷ তাও আবার, শুধুমাত্র হাসপাতালের নামও নয়৷ কীভাবে পৌঁছবেন ওই হাসপাতালে, তার জন্য বিশদে জেনে যাবেন রাস্তার হদিশও৷

শুধু কি তাই? মোটেও নয়৷ ওষুধ খেতে ভুলে যান আপনি? অথবা, মনে রাখতে পারেন না, কখন, কোন ওষুধ খাবেন? তা হলে, ওই অ্যাপই কিন্তু আপনার যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারে৷ কারণ, ওই অ্যাপের মাধ্যমেই আপনি জেনে যাবেন, কখন, কোন ওষুধ খেতে হবে৷ আপনি কীভাবে সুস্থ থাকতে পারেন, তার জন্যও বিভিন্ন ধরনের টিপস দেবে ওই অ্যাপ৷আপনার মোবাইল ফোনের ওই অ্যাপের মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন শরীরচর্চার বিষয়েও নানা ধরনের তথ্য৷কীভাবে আপনার শরীরে পুষ্টির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, মিলবে সে সবেরও হদিশ৷ওই মোবাইল অ্যাপ-এর নাম ‘

বিশেষজ্ঞরা মনে করছেন, এ দেশের চিকিৎসা পরিষেবার পরিচিত ছবিটাই বদলে দেবে এই ধরনের মোবাইল অ্যাপ৷ বেসরকারি ওই সংস্থার সিইও আভাষ কুমার মনে করেন, ‘এই ধরনের অ্যাপের মাধ্যমে আগামী দিনে আরও বৃদ্ধি পাবে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা৷একই সঙ্গে জীবনযাত্রার মানেরও উন্নয়ন ঘটবে৷আর, এ সবের কারণেই দৃঢ় হবে এই ধরনের মনোভাব, যে চিকিৎসা করানোর তুলনায় যে কোনও রোগের প্রতিরোধের কাজটি অধিক বাঞ্ছনীয় এবং সহজ৷