Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

করোনাভাইরাস: নগদ লেনদেন করা থেকে বিরত থাকুন

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৮, ২০২০, ০৫:০২ পিএম


করোনাভাইরাস: নগদ লেনদেন করা থেকে বিরত থাকুন

প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাস ঠেকাতে অনেক দেশে স্কুল, কলেজ, অফিস, আদালত অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হচ্ছে।

তবে এর পরও দৈনন্দিন নানা প্রয়োজনে আমাদের বাইরে বেরুতে হয়, নানা মানুষের সঙ্গে মিশতে হয়, হাটে-বাজারে যেতে হয়। ফলে করোনায় আক্রান্তের ঝুঁকি থেকেই যায়।

কোভিড-১৯ নামে পরিচিত এই করোনভাইরাসটি নগন টাকা লেনদেনের মধ্যেও ছড়াতে পারে।

কাগজের নোট সবসময় নোংরা ও জীবাণুযুক্ত থাকে। বিভিন্নজনের হাতের সংস্পর্শে থাকার কারণে এটা সহজেই ভাইরাসের অন্যতম বাহক হয়ে ওঠে।

এই সময়ে যথা সম্ভব কাগজের নোটে নগদ লেনদেন করা থেকে বিরত থাকুন।

স্মার্টকার্ড, ক্রেডিট কার্ড, ই-লেনদেন ইত্যাদির মাধ্যম ব্যবহার করে কেনাকাটা করুন।

তাহলে আপনার মাঝে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমবে।

আমারসংবাদ/এসটিএমএ