Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

উপসর্গ নেই তবুও করোনা পজিটিভ হলে কী করবেন?

আমারসংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২০, ০৮:৩৯ এএম


উপসর্গ নেই তবুও করোনা পজিটিভ হলে কী করবেন?

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের কয়েকটি দেশে উপসর্গ ছাড়াই করোনা রোগীর দেখা মিলছে। এতে করে বাড়ছে ঝুঁকি। সংক্রমণ ঘটছে অধিকতর।

মূলত উপসর্গ না থাকায় এই রোগীরা সবচেয়ে ক্ষতিকর। কারণ তারা নিজেরা জানে না যে, তারা করোনায় আক্রান্ত। এতে করে তারা পরিবার থেকে শুরু করে কাছের মানুষকে আক্রান্ত করছে।

এসব রোগীর ক্ষেত্রে করণীয় কী?

বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গহীন রোগীরা সবচেয়ে বেশি মারাত্মক। তারা জানান, উপসর্গ থাকলে তিনি হয়তো আইসোলেশনে থাকেন কিংবা তার উপসর্গ দেখে কিংবা জেনে অন্যরা হয়তো তার থেকে সামাজিক দূরত্ব বজায় রাখেন।

আর যার উপসর্গ নেই তিনি অজান্তেই অন্যদের আক্রান্ত করে থাকেন। এতে ভাইরাস অন্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।

উপসর্গহীন রোগীদের জন্য চিকিৎসকদের কিছু পরামর্শ

ইন্ডিয়ান এক্সপ্রেসে এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসর্গহীন বা মৃদু উপসর্গের রোগীর দেখভালের জন্য সার্বক্ষণিক একজন লোক প্রয়োজন। এ সময় বাড়িতে পালস অক্সিমিটার, ডিজিটাল থার্মোমিটার, পিপিই থাকা জরুরি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে– শুধু ৫০ বছরের কম বয়সীদের হোম আইসোলেশন রাখা গেলেও গর্ভবতী নারীদের রাখা যাবে না।

যদিও করোনা রোগীকে কেউ দেখতে যেতে পারে না। তবে তাকে আনন্দে রাখা ও সাহস দেয়ার কাজটি করতে পারেন।

আমারসংবাদ/জেডআই