Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

মানবদেহে করোনার উপস্থিতি জানা যাবে ৩০ সেকেন্ডেই

আমারসংবাদ ডেস্ক

জুলাই ২৪, ২০২০, ১০:০৯ এএম


মানবদেহে করোনার উপস্থিতি জানা যাবে ৩০ সেকেন্ডেই

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো বড় দেশগুলো। এরই মধ্যে ভাইরাসটি হানা দিয়েছে বিশ্বের ২১৫টি দেশে।

তবে এখন পর্যন্ত এর কার্যকর কোনও প্রতিষধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

এদিকে থেমে নেই বিশ্বের বিজ্ঞানীরাও। করোনার সঙ্গে যুদ্ধ করে কীভাবে দ্রুত জয়ী হওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এরই মধ্যে কেউ চেষ্টা চালাচ্ছেন ওষুধ তৈরিতে আবার কেউ ভ্যাকসিন। তবে এবার করোনা মোকাবিলায় ভারতে আসছেন ইসরায়েলের বিজ্ঞানীরা।

জানা গেছে, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবেন এই বিজ্ঞানীরা।

আরও জানা গেছে, এই বিজ্ঞানীরা ভারতের সঙ্গে মিলিয়ে একটি বিশেষ টেস্ট কিট তৈরি করবেন, যা নাকি মাত্র ৩০ সেকেন্ডেই বলে দেবে মানবদেহে করোনার উপস্থিতি।

ভারতের বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে র‌্যাপিড টেস্ট কিট তৈরি করা হবে।

মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে ওই কিটের মাধ্যমে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে।

এ কিটের বিষয়ে ইসরায়েল দূতাবাসের এক টুইটার বার্তায় বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যেই ভারত এবং ইসরায়েল করোনাবিরোধী অভিযানে নেতৃত্ব দেবে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই অভিযানে সামিল থাকবে।

আমারসংবাদ/জেডআই