Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ অসুখী দেশ

মার্চ ২২, ২০১৫, ০৯:৫২ এএম


বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ অসুখী দেশ

 

সুখী মানুষের সংজ্ঞা কী? এ নিয়ে বিতর্ক আছে বহুদিনের। তবে বিশ্বখ্যাত জরিপ আয়োজক সংস্থা গ্যালাপের ইতিবাচক অভিজ্ঞতা সূচক মোতাবেক, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একেবারে তলানির দিকে। বিশ্বের ১৪৩ টি দেশের মানুষের উপর জরিপ চালিয়েছিল গ্যালাপ। তবে বাংলাদেশ শেষের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে! এর আগে এমন জরিপগুলোর শীর্ষেই থাকতো বাংলাদেশ। বহুবার বাংলাদেশ সুখী জাতির তালিকায় স্থান পেয়েছে। তবে এখন থাকছে একেবারে অসুখী দেশের তালিকার প্রথমদিকে! আর এবারই গত এক দশকে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ১০টি সুখী দেশের তালিকার সবগুলোই দখলে নিয়েছে লাতিন আমেরিকার দেশগুলো!

এদের মধ্যে শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। গ্যালাপের মতে, প্যারাগুয়ের মানুষ প্রতিদিন সবচেয়ে বেশি ইতিবাচক আবেগের প্রকাশ ঘটান বলে জানিয়েছেন। জাতিসংঘের তৃতীয় আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে ২০ মার্চ জরিপের ফলাফল প্রকাশ করে গ্যালাপ। এ খবর দিয়েছে বিজ্ঞান সাময়িকী লাইভ সাইয়েন্সেস। সুখের মাত্রা উপলব্ধির জন্য গবেষকরা প্রতিটি দেশের ১ হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। এদের সকলেই পনের বছর কিংবা তারও বেশি বয়সী। তাদের জিজ্ঞেস করা হয়েছিল, আগের দিনটিতে তারা কতটা সুখী ছিলেন? বিশ্বব্যাপী ৭০ শতাংশেরও বেশি মানুষ জানিয়েছেন, তারা আনন্দ উপভোগ করেছেন, হেসেছেন, বিশ্রাম নিয়েছেন। তাদের ধারণা, তারা সেদিন সম্মানও পেয়েছেন।

অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, তারা সাক্ষাৎকারের আগেরদিন মজার কিছু একটা শিখেছেন বা করেছেন। সূচকে গড়ে ১০০ তে ৭১ নম্বর পেয়েছে প্রতিটি দেশ। তবে শীর্ষ ১০টি দেশ পেয়েছে এর চেয়েও অনেক বেশি নম্বর। শীর্ষ দশটি সুখী দেশ হলো, প্যারাগুয়ে (৮৯), কলম্বিয়া (৮৪), একুয়েডর (৮৪), গুয়াতেমালা (৮৪), হন্ডুরাস (৮২), পানামা (৮২), ভেনেজুয়েলা (৮২), কোস্টারিকা (৮১), এল সালভাদর (৮১), নিকারাগুয়া (৮১)। যুক্তরাষ্ট্র ৭৯ নম্বর পেয়ে আর্জেন্টিনা, কানাডার সহ এগারোটি দেশের সঙ্গে যৌথভাবে ১৫ তম সুখী দেশের স্থান দখল করেছে।

অপরদিকে গ্যালাপের জরিপ মোতাবেক বিশ্বের সবচেয়ে অসুখী দেশটি হচ্ছে সুদান (৪৭)। বিশ্বের শীর্ষ ১০টি অসুখী দেশ হচ্ছে যথাক্রমে, সুদান (৪৭), তিউনেশিয়া (৫২), বাংলাদেশ (৫৪), সার্বিয়া (৫৪), তুরষ্ক (৫৪), বসনিয়া ও হার্জেগোভিনিয়া (৫৫), জর্জিয়া (৫৫), লিথুনিয়া (৫৫), নেপাল (৫৫) ও আফগানিস্তান (৫৫)। গ্যালাপ জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোই এ সূচকে নীচের দিকে স্থান পেয়েছে। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই গড় নম্বরের চেয়ে অনেক কম পেয়েছে।