Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

ইবুপ্রোফেন খেলে এক যুগ বেশি বাঁচবেন!

ডিসেম্বর ১৯, ২০১৪, ০১:১১ পিএম


ইবুপ্রোফেন খেলে এক যুগ বেশি বাঁচবেন!

  যাদের মাথা ব্যথা রয়েছে, তাদের কাছে ইবুপ্রোফেন একটি অলৌকিক ব্যাপার। এই পেইনকিলার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা একেবারে ‍উধাও। তবে ইবুপ্রোফেন যে দীর্ঘ স্বাস্থ্যকর জীবন দান করে তা হয়তো অনেকেরই জানা ছিল না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের গবেষণায় দেখা গেছে, জনপ্রিয় পেইনকিলার ইবুপ্রোফেন ইয়েস্ট, পোকামাকড় ও মাছিদের আয়ু প্রায় ১৫ শতাংশ বাড়িয়ে দেয়। আরো আশ্চর্যের ব্যাপার হলো, এই বর্ধিত জীবনকাল হয় সুস্থ ও সবল।

গবেষণায় নেতৃত্ব দানকারী ক্যালিফোর্নিয়ার বাক ইনস্টিটিউট ফর এজ রিসার্চের চিকিৎসক ড. চং হে বলেন, ‘ইবুপ্রোফেন গ্রহণের ফলে ইয়েস্ট ও পোকামাকড়ের জীবনকাল স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা প্রত্যাশার চেয়ে দ্রুততার সঙ্গে খাবার গ্রহণ করেছে।’

তিনি আরো বলেন, ‘মানুষের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে, নিয়মিত ইবুপ্রোফেন সেবনের মাধ্যমে একজন ব্যক্তির আয়ু এক যুগ অর্থ্যাৎ ১২ বছর বেশি হবে। অন্যভাবে বলা যায়, মানুষের সুস্থ জীবন দীর্ঘায়িত হবে ইবুপ্রোফেন খাওয়ার মাধ্যমে। তাই ইবুপ্রোফেন খান, এক যুগ বেশি বাঁচুন।’

তথ্যসূত্র : ডেইলি মেইল