Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

দাঁত পড়লে কমতে পারে স্মৃতিশক্তি

জানুয়ারি ২, ২০১৫, ০২:৪৩ পিএম


দাঁত পড়লে কমতে পারে স্মৃতিশক্তি

  প্রাপ্ত বয়স্ক মানুষের দাঁত পড়ে গেলে স্মৃতিশক্তি ও চলাফেরা করার ক্ষমতা কমে যায় বলে দাবি করা হয়েছে একটি গবেষণা প্রতিবেদনে। ষাট বা তার বেশি বয়সের ৩১৬৬ জনের ওপর সমীক্ষা চালিয়ে দেখা যায় যাদের দাঁত নেই তাদের স্মৃতিশক্তি ও চলাফেরা করার ক্ষমতা ১০ শতাংশ কম।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত সমাজ, জনসংখ্যা, স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ,অবসাদ ধূমপান, মদ্যপানের মতো কারণেই দ্রুত দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের ড. জিয়রগিওস সাকোস বলেছেন, দাঁত পডা এখন মানসিক ও শারীরিক দিক থেকে বৃদ্ধ হওয়ার লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত, ৬০-৭৪ বছর বয়সীদের ক্ষেত্রে তা বেশি করে বোঝা যায়।

 তিনি আরও জানিয়েছেন, দাঁত পড়ে যাওয়া, শারীরিক, মানসিক অবনতি এগুলো সবই আর্থ-সামাজিক গঠনের ওপর নির্ভরশীল। শিক্ষা এবং সুস্বাস্থ্যই পারে সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে স্বাভাবিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বাড়াতে।