Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রুপচর্চায় পেয়ারা

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২১, ১২:১৫ পিএম


রুপচর্চায় পেয়ারা

পেয়ারা এমন একটি ফল যেটি ভিটামিন এ, সি, আয়রন ভিটামিন ও মিনারেল এর গুণে পরিপূর্ণ। পেয়ারা যেমন সুস্বাস্থ্যের জন্য উপকারি তেমনি এটি চুল ও ত্বকের যত্নেও দারুণ কাজ করে! 

পেয়ারার ফেসপ্যাক
কয়েক টুকরো পেয়ারা ও গাজর একসাথে বেটে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পরিষ্কার মুখে লাগাতে হবে। এরপর আধশুকনো হলে ভিজে হাতে সার্কুলার মুভমেন্টে ঘষে ধুয়ে ফেলতে হবে। পেয়ারার এই ফেসপ্যাকটি ত্বকের জেল্লা বাড়ায় এবং ফ্রেশ অনুভূতি দেয়। 

ডার্ক স্পট কমাতে পেয়ারার ফেসপ্যাক
পেয়ারা কেটে দানা বের করে টুকরো গুলো ব্লেন্ড করে নিতে হবে। এরপর ওটমিল মিশিয়ে অ্যাকনে ডার্কস্পটের ওপর লাগিয়ে ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি ডার্ক স্পট কমাতে সাহায্য করবে।

পেয়ারা পাতা
কয়েকটা পেয়ারা পাতা ভালো করে ধুয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর পানি ফুটে অর্ধেক হয়ে এলে, আঁচ থেকে নামিয়ে ঠাণ্ডা করে সেটা ছেঁকে বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে হবে। দিনে দুবার করে তুলো দিয়ে এই পেয়ারার পাতা ফোটানো পানি মুখে লাগালে বলি রেখার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এটি টোনার হিসেবে দারুণ কাজ করে।

আমারসংবাদ/এডি/এআই