Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নারীর সাথে পুরুষদেরও রুপচর্চা করা উচিত

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২১, ১২:২০ পিএম


নারীর সাথে পুরুষদেরও রুপচর্চা করা উচিত

 

রূপচর্চা যে কেবল নারীদেরই করা উচিত তা কিন্তু নয়। পুরুষদেরও প্রয়োজন ত্বকের যত্ন নেয়া। নইলে বয়সের আগেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করবে। যা মোটেও কাম্য নয়। তাইতো ত্বকের যত্ন নেয়া নারী ও পুরুষ উভয়েরই উচিত।

পুরুষদের ত্বকের যত্নে কিছু নিয়ম মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

>> বাইরে বেরোনোর সময়ে মুখে সানস্ক্রিন ব্যবহার করুন।

>> আফটার-শেভ ব্যবহরের না করে ময়েশ্চরাইজার ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের।   

>> পুরুষরা অবশ্যই ময়েশ্চরাইজার ব্যবহার করুন। ময়েশ্চরাইজার ব্যবহার করলে ত্বক থাকবে আর্দ্র।    

>> দাড়ি কাটার সময়ে একটি বা দু’টির বেশি ব্লেড ব্যবহার করবেন না, এমনটাই মত চিকিৎসকদের।

>> মুখ মোছার সময়ে তোয়ালে দিয়ে ত্বক না ঘষে আলতো করে জল শুকিয়ে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।   

>> ত্বক যদি থাকে গরম জলের সংস্পর্শে, তাহলে তা শুকিয়ে যায়। তাই গরম জলের বদলে চেষ্টা করুন উষ্ণ জল ব্যবহার করতে।

>> চুল পড়ে যাচ্ছে বলে অনেকেই চুলের যত্নে অনেক কিছু করেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবেই চুলে কিছু ব্যবহার করা উচিত বলে মত  বিশেষজ্ঞদের।

>> পুরুষদের ত্বক পুরু ও তৈলাক্ত হয়। তাই ত্বক-পরিচর্যার নিয়ম নারীদের থেকে খানিক আলাদা। পুরুষদের অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ শাক-সবজি ও ফলমূল যেমন-বিট, পালং শাক ইত্যাদি খাওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের।