Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

লুঙ্গি পরায় যত উপকার

সাহিদুল ইসলাম ভূঁইয়া

মে ১৯, ২০২২, ০৪:৩৬ পিএম


লুঙ্গি পরায় যত উপকার

লুঙ্গি পরতে অনেকেই পছন্দ করেননা। বিশেষ করে শহরের মানুষ। কিন্তু লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর কিছু আছে বলে মনে হয় না। আসুন জেনে নেই গরমে লুঙ্গি পরার উপকার। 

* বিদেশিরা লুঙ্গির একটা গুণে মুগ্ধ, তা হলো এর এয়ারকন্ডিশনিং ক্ষমতা। আমাদের মতো আর্দ্র দেশের জন্য যা বিশেষভাবে উপকারী।
 
* লুঙ্গি পরা থাকলে পোশাক চেঞ্জ করার জন্য আলাদা সময় খরচ করতে হয় না।

* জিপার লেগে যাওয়ার ভয়ে অনেকেই প্যান্ট পরিহার করেন! তাদের জন্য লুঙ্গির কোনো বিকল্প নেই। কারণ লুঙ্গিতে কোনো জিপার সিস্টেমের দরকার হয় না।

* লুঙ্গি পরলে ভুঁড়ি খুব একটা বুঝা যায় না।

* যে কোনো জায়গায় চলাচলের সুবিধা হয়।

* লুঙ্গি পরে পানিতে নামার পর সেটা বাতাসে ফুলিয়ে ‘ঢোল’ বানানো যায়। এভাবে অনেক প্রাণ রক্ষাও হয়েছে।

* প্যান্টের পকেট থেকে মোবাইল/মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা অহরহই ঘটে। বিশেষ করে ভিড়ে, বাজারে, বাসে। লুঙ্গিতে পকেট না থাকায় বাধ্য হয়েই মোবাইল/ মানিব্যাগ আপনাকে হাতে রাখতে হবে। সেই ক্ষেত্রে আর যাই ঘটুক না কেন এসব হারানোর কোনো ভয় নেই।

আমারসংবা/আরএইচ

Link copied!