Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রসায়নে এবার নোবেল পেলেন ২ নারী

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৭, ২০২০, ১০:১২ এএম


রসায়নে এবার নোবেল পেলেন ২ নারী

রসায়ন শাস্ত্রে ২০২০২ সালের নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন নারী। একজন মার্কিন ও একজন ফরাসি বিজ্ঞানী।

পুরস্কারপ্রাপ্ত দুজন হলেন-ফরাসি নাগরিক এমমানুয়েল চার্পেনিয়ার এবং মার্কিন নাগরিক জেনিফার এ দৌদনা।

জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য তাঁদের যৌথভাবে ২০২০ সালে রসায়নের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে ৪টা) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
 
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এবারের নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন ৮৯ বছর বয়সী স্যার পেনরোজ। ৬৮ বছরের গেনসেল এবং ৫৫ বছরের গেজ বাকি অর্ধেক ভাগ করে নেবেন।

আমারসংবাদ/এআই