Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

আমারসংবাদ ডেস্ক

অক্টোবর ১৭, ২০২০, ০৯:২৩ এএম


বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৭ অক্টোবর ২০২০, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লি. (বিজি আইসি)-এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বিমা শিল্পের অন্যতম পথিকৃত, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ১৫তম মৃত্যুবার্ষিকী।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম এ সামাদ রাষ্ট্রায়ত্ত্ব জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অবসর গ্রহণের পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম সাধারণ বীমা কোম্পানি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি. (বিজিআইসি) প্রতিষ্ঠা করেন।

মূলত জীবন বীমার একজন লিজেন্ড হয়েও তিনি সাধারণ বীমার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা-পরিচালক এবং বাংলদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান।

বাংলা ও ইংরেজিতে তিনি জীবন বীমার উপর তিনটি এবং সাধারণ বীমার উপর একটি বই রচনা করেছেন। যা দেশে-বিদেশে বিপুলভাবে সমাদৃত।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত টেকনিক্যাল এসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয়।

তিনি ইউএনডিপির অধীনে বীমাশিল্পে ফেলোশীপ সংক্রান্ত অনুষ্ঠানসমূহে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

উল্লেখ্য, এম এ সামাদ ১৯২৩ সালের পহেলা জানুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

আমারসংবাদ/জেডআই