Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা আর নেই

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২০, ১১:০৫ এএম


 বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা আর নেই

কবি ও প্রাবন্ধিক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা আর নেই। রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে ওই হাসপাতালে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মনজুরে মওলা। পরে করোনা সন্দেহে নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ৫ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে মনজুরে মওলার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মনজুরে মওলা অবসরে গিয়ে লেখালেখি, সম্পাদনা, গ্রন্থ পরিকল্পনার নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। পেশাজীবনে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। সব ছাপিয়ে বড় হয়ে উঠেছে বাংলা একাডেমির মহাপরিচালক পরিচয়টি।

আশির দশকে তিন বছর বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন মনজুরে মওলা। তার নামের সঙ্গে জড়িয়ে আছে অমর একুশে গ্রন্থমেলার ইতিহাস।

আমারসংবাদ/জেডআই