Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বইমেলায় এসেছে আখতার বানু জলির দুইটি নতুন বই

মার্চ ২৭, ২০২১, ০৩:১০ পিএম


বইমেলায় এসেছে আখতার বানু জলির দুইটি নতুন বই

প্রতি বছরের মতো এবারও বইমেলায় অনেক নতুন বই এসেছে। স্টলগুলো সুন্দর করে সাজানো হয়েছে। স্টলের আশপাশে পাঠকের ভিড়। সবাই নিজেদের পছন্দের বই খুঁজছেন। 

এবারের অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে লেখক আখতার বানু জলি দুটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে- ‘তিনটা ভূত একটা পেত্নীর গল্প’ ও ‘ছড়াই ভরাই মন’

‘তিনটা ভূত একটা পেত্নীর গল্প’ বইটি অমর একুশে বইমেলার ৩৬৮ নম্বর প্যাভিলিয়নে প্যাভিলিয়নে পাওয়া যাবে। 

‘তিনটা ভূত একটা পেত্নীর গল্প’ বইটি নিয়ে লেখক আখতার বানু জলি বলেন,‘যেমন ঘোড়ার ডিম মুখে আছে বাস্তবে নাই তেমনি আমার মনে হয় ভূতের ব্যাপারটাও তাই। ভূত বলে আসলে কিছুই নাই। তবুও আমরা ভূতের কথা বা গল্প শুনতে সবাই পছন্দ করি। মনে মনে সবাই জানি ভূত বলে কিছু নাই তারপরও ভূতের গল্প শুনে গায়ে কাঁটা দেয়,ভয়ে জড়োসড়ো হয়ে যাই অনেকেই। অনেকে আবার মনে অবিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভূতের অস্তিত্ব প্রমাণের। কখনও কখনও প্রমাণ হয় ভূত বলে কিছু নেই। আবার কখনও তা থেকে যায় একটা অমীমাংসিত রহস্য হয়ে। ছোট বেলা থেকে এমন বহু ভূত-পেত্নীর কাহিনী শুনে আর দেখে ভাবলাম এগুলো লিখে একটা মলাটে রেখে দেই। যারা ভূতের গল্প শুনতে মজা পায় তারা পড়তে আগ্রহী হতে পারে। বিশেষ করে আমার অনুরাগী ছোট কিশোর পাঠকরা’

লেখক পরিচিতি: 

লেখক আখতার বানু জলি জন্ম ১৯৫৯ সালে। ছোট বেলা থেকেই লেখালেখি করেন। ছোট গল্প,উপন্যাস, কবিতা, ছড়া,শিশুতোষ সব ধরনের লেখাতেই তিনি সমান সিদ্ধহস্ত। কৃষিবিদ স্বামী, ছেলেমেয়ে আর ভাই বোনদের উৎসাহে তিনি লেখালেখি করছেন। একক গল্প, যৌথ গল্প মিলিয়ে বেশ কয়েকটি গল্প কবিতার বই গত কয়েক বছর ২১টি বই মেলায় প্রকাশিত হয়েছে। তিনি লিখতে, পড়তে, রাঁধতে আর বেড়াতে পছন্দ করেন। 

আমারসংবাদ/এএসএম