Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বইমেলায় তরুণ কবি মতিউর জিসানের ‘শতাব্দীর পঙক্তিমালা’

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২১, ০৩:০০ পিএম


বইমেলায় তরুণ কবি মতিউর জিসানের ‘শতাব্দীর পঙক্তিমালা’

দেশের প্রধান কবিদের সমন্বয়ে তরুণ কবি খ্যাত মতিউর জিসানের ২য় কবিতা সংকলন ‘শতাব্দীর পঙক্তিমালা’ বইটি কবি মাহবুবা লাকির সম্পাদনায় প্রকাশ করেছে চিরদিন প্রকাশনী। কবি নির্মলেন্দু গুণ, অসীম সাহা, হেলাল হাফিজ ও আসলাম সানীর মত বিখ্যাত কবিদের কবিতা বইটিকে সমৃদ্ধ করেছে। 

মতিউর জিসানের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহ শহড়ে। বাবা-মায়ের পাঁচ সন্তানের মাঝে সবার ছোট। পড়েছেন জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় জীবনে তার সাংবাদিকতায় হাতখড়ি। এছাড়া বহু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে লিখতেন। তিনি গড়ে তুলেন সাপোর্ট নামে ক্যাম্পাস ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তিনি একটি নাটক রচনা, চিত্রনাট্য ও পরিচালনা এবং অভিনয় ও করেন। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জার্নালে তার একটি যৌথ গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে। তার শিশুতোষ ছড়ার সংখ্যাও অনেক।

আমারসংবাদ/কেএস