Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

বই মেলায় কানিজ ফাহিমা কেয়ার ‘ধূসর স্বপ্ন’ 

সাহিত্য ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ১০:০৫ এএম


বই মেলায় কানিজ ফাহিমা কেয়ার ‘ধূসর স্বপ্ন’ 

স্কুলে বা কলেজে তার কোন বন্ধু নেই। আসলে নেই বললে ভুল হবে আছে তবে রুদ্র তাদের এড়িয়ে চলে। ছোট বেলায় বদ্ধুরা তার চশমা খুলে নিয়ে মজা করতো। চশমা না থাকলে অন্ধ আর তার মধ্যে কোন তফাত থাকতো না। তাই চশমা খুলে প্রায় তারা ভেঙ্গে ফেলে দূরে দাড়িয়ে মজা দেখতো রুদ্র কি করে। তারা মজা করলেও রুদ্র কখনও কিছু বলতো না। ছোট রুদ্র তখনই বুঝে গেছিল মা-ই তার সব....

রুদ্রের কাহিনী জানতে হলে পড়তে হবে রুদ্র নামের ছোট গল্পটি। এমন আরও ৭ টি ছোট গল্প রয়েছে ধূসর স্বপ্ন গল্পগ্রন্থে।

ধূসর স্বপ্ন মোট ৮টি গল্প নিয়ে সাজানো একটি বই। বইটি পাওয়া যাবে শব্দভূমি প্রকাশনী ৩২ নং স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন আবীর মাহমুদ।

লেখক পরিচিতি : কানিজ ফাহিমা কেয়া। জন্ম : ২৫শে এপ্রিল ১৯৮৪। খুলনা কমার্স কলেজ ম্যানেজমেন্টে অনার্স। বি এল কলেজ মাস্টার্স। খুব ছোট থেকে গল্প পড়ার অভ্যাস গড়ে ওঠে বড় ভাইয়ের জন্য। তার আনা বই মায়ের চোখ ফাঁকি দিয়ে পড়তাম। তখন থেকে শখের বসে টুকটাক ছড়া,কবিতা লেখা শুরু হয় ডায়েরিতে এরপর ঠাঁই হয় ফেসবুকে.ভালবাসার ডাকপিয়ন পেজে প্রথম গল্প প্রকাশ। স্বপ্ন দেখি লেখালেখি নিয়ে। লেখার পর যদিও হতাশায় ভুগি। সকলের দোয়ায় যত দিন বেঁচে আছি লিখে যেতে চাই।

আমারসংবাদ/এএসএম