Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

দোহদ

এবি আরিফ 

জুন ১৮, ২০২১, ০৮:৪৫ এএম


দোহদ

আবার ফির‌বো এই ত‌টে, কো‌নো এক কা‌লে-ভা‌দ্রে,
দেখা হ‌বে পুরা‌নো স্মৃ‌তির খা‌তি‌রে, অর্বাচীন প্রাণচাঞ্চল্যে।

আমায় তখন দে‌খে নিও দু‌চোখ ভ‌রে,‌ নির‌বে নিবৃ‌ত্তি‌তে
‌তোমার অনুষ‌ঙ্গে লি‌খে দিও আমার নাম তার পাণ্ডুলিপিতে ।

আবার ফির‌বো তোমার গা‌ঁয়ে, কনক‌নে শী‌তে কুয়াশার চাদ‌রে,
‌‌দেখা হ‌বে শি‌শির ভেজা ঘা‌সে, কুয়াশার আড়া‌লে সুর্য‌ের ঝলকা‌নি‌তে।

শী‌তের পর‌শে জ‌ড়ি‌য়ে দে‌খে নিও চে‌য়ে, একা‌কি নিরাল‌য়ে
‌ভে‌বে নিও পুরা‌নো স্মৃ‌তির খা‌মের আকু‌তি‌তে কী মায়া জড়া‌লে!

আবার ফির‌বো তোমার কা‌ছে, শী‌তে ঝরা বৃক্ষপ‌ত্রের ন্যায় অ‌ভিমান মু‌ছে,
তখন আমায় দে‌খে নিও প্রকা‌শ্যে, নিমগ্ন ভা‌লোবাসার তীব্র লগ‌নে।

‌তোমার অট্টহা‌সি‌তে আন‌ন্দিত হ‌বে হৃদয়, ছড়া‌বে সকল আ‌বেগ
আবার মুচ‌কি হা‌সি‌তে খু‌ঁজে নি‌বো পরম স্মৃ‌তির আ‌বেশ।

আবার ফির‌বো তোমার নীড়ে বস‌ন্তে, কুহু কুহু সুু‌রের মুহূর্তে
‌কিংবা ঝিঁ‌ঝি পোকার গা‌নের ঝঙ্কা‌রে,ভ্রম‌রের ডানার শ‌ব্দে,
তখন আমায় দে‌খে নিও গোঁপ‌নে, কাজল ভরা চো‌খে।

গোলা‌পি ম‌ণিমালায় রাখী গেঁ‌থে দিবো তোমার খোঁপা‌তে,
ফু‌লের সুভ্রতায় পব‌ন ছে‌য়ে যা‌বে, তু‌মি অ‌নি‌মেষ চে‌য়ে থাক‌বে।

আবার ফির‌বো এই খেয়া তীরে,‌ কো‌নো এক শান্ত বি‌কে‌লে,
‌দেখা হ‌বে সর্বত্র অ‌মলিন বদ‌নে, যেথায় তোমার সুভাস আ‌ছে।

আমারসংবাদ/এমএস