Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

‘বিষবৃক্ষ’

রাজিয়া সুলতানা স্মরনিকা 

জুন ২৪, ২০২১, ০২:৫৫ পিএম


‘বিষবৃক্ষ’

বহুকাল বহু পথ অন্ধত্ব যাপন করিয়া,
আলো আলো বলে ঘুচানো অন্ধকার
একদা বলে বসল, ‘নিমেষ কালো 
অন্ধকারই এ জগতের আলো।’

বিস্মিত আঁখি খুলি, চমকিত আলো-
‘দিনশেষে আলোর রাজত্ব দেখার 
যোগ্যতা আছে নাকি এ কালোর!’

অন্ধকারের হঠাৎ মনে আগমন-
‘তাইতো বুঝি এ সমাজ চোখ
বুজে কাটিয়ে দেয় শতক সহস্রাব্দ ক্ষণ।’

আলো বলে, ‘সমাজের তব দোষ! 
মনুষ্যকুলে সবাই খাঁটি, খাসা নির্দোষ।’
কতক স্বল্প ধ্যানের পর, অন্ধকারের শেষ 
মনক্ষণ, ‘শেকড় মূলে বিস্তৃতি, নিবারণ দুঃসাধ্য,
বহুকাল আগে রোপিত এ এক বিষবৃক্ষ!’ 

রাজিয়া সুলতানা স্মরনিকা 
২য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়।