Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

শিক্ষার আলো

হিমু ইসলাম (পল্লব) 

আগস্ট ২১, ২০২১, ০৩:৫০ এএম


শিক্ষার আলো

অন্ধের মাঝে আলো তুমি, তুমি যে প্রকৃত আলো। 
তোমায় ছাড়া শূন্য জীবন, শূন্য বসুধার আলো।

তোমায় নিয়ে ছুটবো আমরা, পৌঁছাব আলোর মাঝে। 
তোমার জন্য পশুত্ব ও মনুষ্যত্বের পার্থক্য তবে বোঝে।

তোমায় নিয়ে ছুটবে শিশু, যাবে বহুদূর।  
তোমার আলোয় ব্যাকুল মানব, কাটে যদি ভূল।

তুমি যদি থাকো কাছে, যাবো চাঁদের বুকে,
তোমায় নিয়ে ঘুরবো দুনিয়া, যাবো গ্রহের কাছে।

তুমি যদি থাকো পাশে, হারবো না কারো কাছে।
তোমার আলো দরকার তবে প্রত্যেক মানবের ঘরে।

লেখা: হিমু ইসলাম (পল্লব) 

আমারসংবাদ/এমএস