Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুলরাজাক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৭, ২০২১, ১১:৩৫ এএম


সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুলরাজাক

সাহিত্যে নোবেল পুরস্কার ২০২১ পেয়েছেন তানজানিয়ার আব্দুলরাজাক গুর্নাহ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি নোবেল বিজেতা হিসেবে তার নাম ঘোষণা করে। 

প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা এ পেয়েছেন ।

আব্দুলরাজাক ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর এই সাহিত্যিক শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান। অবসর নেওয়ার আগ পর্যন্ত ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

সুইডিশ অ্যাকাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার গভীর লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্কৃতি ও মহাদেশে শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন মার্কিন কবি অধ্যাপক লুইস গ্ল্যুক।

সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬ জন।

আমারসংবাদ/জেআই