আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৫২ পিএম
আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৫২ পিএম
খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। একের ভেতরে অনেক গুণ তাঁর। সব বিষয়ে লিখলেও পরিচিতি পেয়েছেন ছোটদের লেখক হিসেবে।
তার লেখা ছোটকাকু সিরিজ ছোটদের কাছে তো বটেই বড়দেরও প্রিয়। তাঁর বাবা ফজলুল হক ছিলেন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক। মা প্রখ্যাত লেখক রাবেয়া খাতুন।
ফরিদুর রেজা সাগর-এর লেখা ছোটদের জন্য মায়রা-মায়রন সিরিজের প্রথম বই ‘বেড়াল ও দুইজন শিশু’ প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। এই বইটি প্রকাশের মাধ্যমে রাবেয়া খাতুন ফাউন্ডেশন প্রকাশনা জগতে প্রবেশ করল। বইটিতে চমৎকার ছবি এঁকেছেন ইশরাত জাহান শাইরা।
আরএস