শ্রীপুরে স্ত্রীকে হত্যার দেড় মাস পর স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৯:৪৮ পিএম
শ্রীপুরে স্ত্রীকে হত্যার দেড় মাস পর স্বামী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ খাদিজা বেগম স্মৃতি (২২) হত্যার প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) দেড় মাস পর গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে ঢাকার ধানমন্ডি থানার গ্রিন রোড (কাঁঠালবাগান) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাত ৮টায় র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খাদিজা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার সবুর উদ্দিনের ছেলে প্রধান আসামি জাহিদুল ইসলামের স্ত্রী।

সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ জানান, ভিকটিমের সাথে আসামী জাহিদুল ইসলামের সাথে এক বছর প্রেমের সম্পর্কের পর গত ঈদুল ফিতরের আগের দিন তারা পারিবারিকভাবে বিয়ে করে।বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়। জাহিদুল তার স্ত্রীকে বিভিন্ন মানুষের সাথে অবৈধ সম্পর্কে থাকতে পারে বলে সন্দেহ করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকে। ঘটনাটি জাহিদুল তার শাশুড়িকে জানালে সমাধান না করে উল্টো তাকে শাসিয়ে দেয়। এর জেরে গত ২৮ জুন সকালে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম তার স্ত্রী স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পরভিকটিমের পরিবার শ্রীপুর থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে মৃত্যু রহস্য প্রকৃত ঘটনা উদঘাটনে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে ধারণা করে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ঢাকার কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।

আমারসংবাদ/এসএম