গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপরাধের ধরন অনুযায়ী শাস্তির সুপারিশ করা হবে, এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী সপ্তাহে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইসি। অপরাধের ধরন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারী মামলা দায়ের করা হবে।
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছিল; ওইদিন দুপুরে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বাতিল করে নির্বাচন কমিশন। গাইবান্ধায় বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিকল্পধারাসহ ৫ প্রার্থী নির্বাচনে অংশ নেন।
ই্এফ