আগামীকাল বন্ধ থাকবে মেট্রোরেল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৮:৩৫ পিএম
আগামীকাল বন্ধ থাকবে মেট্রোরেল

সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে মঙ্গলবার (৩ জানুয়ারি) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর প্রথম সাপ্তাহিক ছুটিতে এ দিন মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে না। এ দিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

সোমবার (২ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ (সাপ্তাহিক ছুটি)। তবে পরবর্তীতে মেট্রোরেলের এই ডে-অফ থাকবে না। এ ছাড়া মেট্রোরেল চলাচলের সময়ও বাড়ানো হবে।

ডিএমটিসিএল সূত্রের তথ্যমতে, গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হওয়ার পর ১ জানুয়ারি পর্যন্ত চারদিনে ২৫ হাজার ১৭৪টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও তিন হাজার ৭৪১টি এমআরটি পাস বিক্রি হয়েছে। এতে ৩৬ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা আয় হয়েছে।

এর আগে গত বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চলছে মেট্রো ট্রেন।

এবি