কবিরুল ইসলাম

প্রতিযোগিতার বিশ্বে টিকতে কারিগরি শিক্ষায় নিজেকে প্রস্তুত করতে হবে

সৈদুর রহমান তালুকদার, দিরাই প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৬:৩০ পিএম
প্রতিযোগিতার বিশ্বে টিকতে কারিগরি শিক্ষায় নিজেকে প্রস্তুত করতে হবে

বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম বলেছেন, “বর্তমান যুগ হচ্ছে কারিগরি ও কর্মমুখী শিক্ষার যুগ। সাধারণ ডিগ্রি (বিএ, এমএ) নিয়েও অনেকে চাকরির বাজারে টিকতে পারছে না। ফলে দেশে বেকারত্ব দিন দিন বাড়ছে। কিন্তু যারা কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করেছে, তারা আজ দেশে-বিদেশে প্রতিষ্ঠিত।”

শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় ‘বাংলাদেশ ফিমেইল একাডেমি’র আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে চাইলে আমাদের ছেলে-মেয়েদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু সাধারণ শিক্ষার পেছনে না ছুটে, প্রত্যেক এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।”

সচিব বলেন, “আমরা আমাদের সন্তানদের সঠিক গাইডলাইন দিতে পারছি না। বর্তমান শিক্ষা ব্যবস্থা কতটা কর্মসংস্থানের উপযোগী, তা ভাবার সময় এসেছে। আমাদের আগামী প্রজন্মকে গৎবাঁধা শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের কর্মমুখী ও ব্যবহারিক শিক্ষার দিকে এগিয়ে নিতে হবে।”

বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর প্রশংসা করে তিনি বলেন, “দূর থেকে অনেক শুনেছি, আজ কাছ থেকে দেখে বুঝলাম—এটা যেন সুবিধাবঞ্চিত নারীদের একটি ফুলের বাগান। আপনার এ পরিশ্রম ও ত্যাগ সত্যিই প্রশংসনীয়। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ প্রতিষ্ঠানটির পাশে থাকতে চাই এবং এখানে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপনে সব ধরনের সহযোগিতা করব।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, ঢাকা জেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, বোর্ড চেয়ারম্যানের সহধর্মিণী সৈয়দা সুলতানা বুলবুল, সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন প্রমুখ।

পরবর্তীতে জুমার নামাজ শেষে সচিব পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠান ক্যাম্পাস পরিদর্শন করেন এবং প্রকৌশলীদের সঙ্গে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত স্থান চিহ্নিত করে দ্রুত কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

ইএইচ