মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৩:০৮ পিএম
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫।

মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সপ্তাহের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা এবং জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মেলায় মোট ১৭টি স্টল স্থান পেয়েছে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন তাদের উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করছে।

বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে বলে জানান আয়োজকরা।

ইএইচ