ডা. জহিরুল হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০২:৫৮ পিএম
ডা. জহিরুল হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

কুমিল্লায় শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ)। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামেন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডা. জহিরুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।

এসময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কুমিল্লার রেসকোর্স এলাকায় শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ডা. জহিরুল ও তার স্ত্রী হিমিকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জহিরুলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের (কুমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়, তবে কুমেকে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় ডা. জহিরুলের স্ত্রী ফারহানা আফরিন হিমি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।

এইচআর