এবার ঝিগাতলায় বাসে আগুন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৯:৫০ পিএম
এবার ঝিগাতলায় বাসে আগুন

রাজধানীর ঝিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে ঝিগাতলা বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট রওনা হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না প্রাথমিকভাবে তা জানা যায়নি।

এর আগে, বনানীর কাকলীতে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৮ মিনিটে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কাকলী পুলিশ ফাঁড়ির সামনে আকাশ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন নিভে যাওয়ায় কাজ করতে হয়নি।

এছাড়া, রাজধানীর তাঁতী বাজারে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতী বাজার মোড় এলাকায় আকাশ পরিবহনে বাসে আগুন দেওয়া হয়। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করবে। গত সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

আরএস