ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষ: নিহত বেড়ে ৪

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৫:৩৯ পিএম
ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষ: নিহত বেড়ে ৪

রাজধানীর ডেমরা এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আবুল হোসেন। এ নিয়ে সকালের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। দুর্ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

৪৫ বছর বয়সী আবুল হোসেন রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার পিয়ার আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, ডেমরার বাঁশেরপুল এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনায় আহত আবুল হোসেন বিকেল সাড়ে তিনটার দিকে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওএসইসি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ডেমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। কয়েক ঘণ্টা পর আবুল হোসেনও মারা গেলেন। চিকিৎসাধীন অন্য দুজনের অবস্থাও গুরুতর।

আরএস