যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও এটা সম্পর্কে জানে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একেক রাজনৈতিক দল একেক সময় একেক কথা বলছে, একই দল বারবার বলছে নির্বাচন হবে, আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না। আবার বলছে পিআর পদ্ধতি—এই নাম বাংলাদেশের মানুষ শুনে নাই। কাকে পিআর পদ্ধতি বলা হয়, পিআর পদ্ধতি কী এটা বাংলাদেশের মানুষ শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও পিআর পদ্ধতি সম্পর্কে জানে না।’
মির্জা আব্বাস বলেন, ‘পৃথিবীর ৮০টা দেশে পিআর পদ্ধতি আছে। এই ৮০ দেশের পিআর পদ্ধতি ৮০ রকম। সুতরাং যারা পিআর নিয়ে কথা বলেন, একটু পিআর নিয়ে পড়াশোনা করেন। পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না, ভাই।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সর্বোচ্চ প্রচলিত প্রক্রিয়ায় আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছেন, সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হলে দেশের কোনো কিছুর প্রয়োজন হবে না।
বিএনপির এই নেতা বলেন, ‘দেশের বর্তমান অবস্থায় এই সরকারের ভেতরে আওয়ামী লীগের আমলারা যা করছে, তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না এবং আমরা এসব আমলাকে প্রতিহত করব। অতঃপর আমরা নির্বাচন আদায় করব।’
আব্বাস বলেন, ‘হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলা, প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে। যারা এখনো ষড়যন্ত্র করছে। যারা চাচ্ছে না সুষ্ঠু নির্বাচন হোক। এরা চাচ্ছে না আমরা যে এই ১৭ বছর আন্দোলন করেছি, সেই আন্দোলনের ফসল ভোট।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি। সেই ভোট এবং গণতন্ত্র এরা ফিরিয়ে দিতে চায় না। একশ্রেণির লোক আছে, ক্ষমতার গদিতে বসে যারা নির্বাচনকে কীভাবে পিছিয়ে, কীভাবে নির্বাচন না দিয়ে অনেকদিন ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টা তারা করছে।’
ইএইচ