মিরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৮:৪২ পিএম
মিরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

রাজধানীর মিরপুরের রূপনগরে জোরপূর্বক ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার সংবাদ করতে গিয়ে স্থানীয় বাড়ির মালিক চক্রের হাতে হামলা শিকার হয়েছেন বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইন ও ভিডিও জার্নালিস্ট আমান উল্লাহ আমান। এ সময় তাদেরকে অবরুদ্ধ করেও রাখা হয়।

শুক্রবার সন্ধ্যায় মিরপুরের রূপনগর আবাসিক এলাকার টিনশেড রুপনগরের ১৫ নম্বর রোডের ৬০১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে ভুক্তভোগী সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় রুপনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক সাদ্দাম হোসাইন।

এর আগে, বাসা ভাড়া বকেয়া থাকায় ওই বিল্ডিংয়ের মালিক নিতাই চন্দ্র রায় ৪ তলা তলার আলমগীর হোসেন কবির নামে ভাড়াটিয়াকে স্ত্রী-সন্তানসহ বাসা থেকে বের করে দেয়। সেই থেকে ঘরের আসবাবপত্র নিয়ে গত তিন রাত ওই এলাকার একটি সড়কে বৃষ্টিতে ভিজে ও রোদে শুকিয়ে দিনযাপন করছেন ওই পরিবার।

খবর পেয়ে বিস্তারিত জানতে ওই বাড়িতে যান বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইন ও ভিডিও জার্নালিস্ট আমান উল্লাহ আমান। এ সময় তাদের ভুয়া সাংবাদিক আখ্যা দিয়ে নানানভাবে হেনস্থা করা হয়। এক পর্যায়ে অবরুদ্ধ করেও রাখা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিপোর্টার সাদ্দাম হোসাইন।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ